প্রচ্ছদ ›› জাতীয়

২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৩ ১৬:৫৮:০৫ | আপডেট: ১ year আগে
২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন

চলতি ২০২৩ সালের মতো আগামী ২০২৪ সালেও সরকারিভাবে ২২ দিন ছুটির অনুমোদন করেছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সচিবালয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতি বছরে শেষের দিকে এসে পরবর্তী বছরের ছুটির তালিকা করা হয়। আগামী বছরের ছুটির তালিকা মন্ত্রিসভা অনুমোদন করেছে।

তিনি বলেন, ‘২০২৪ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এরমধ্যে দুই দিন শুক্রবারে পড়েছে। ধর্মীয় কারণে ঐচ্ছিক ছুটিও থাকবে।’