বাসের ধাক্কায় পোশাক শ্রমিক আহত হওয়ার ঘটনায় রাজধানীর সৈনিক ক্লাব-বনানী সড়ক অবরোধের দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার শ্রমিকদের বুঝিয়ে সকাল ১০টার দিকে সড়কে যান চলাচল সচল করে পুলিশ।
এর আগে, আজ সকাল পৌনে ৮টার দিকে বাসের ধাক্কায় শ্রমিক আহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকেরা।
ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. আহাদ বলেন, ‘সকালে একটি বাসের ধাক্কায় তৈরিপোশাক প্রস্তুত কারখানা অ্যাপারেল ইন্ডাট্রিজ লিমিটেডের এক নারী কর্মী আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে গার্মেন্টস শ্রমিকরা তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে সকাল ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়।’
আহত পোশাককর্মী নুরুন নাহার বেগমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় নুরুন নাহার বাসের ধাক্কায় আহত হন। বাস তাকে টেনে সৈনিক ক্লাব রেল ক্রসিং পর্যন্ত নিয়ে যায়। আহত অবস্থায় তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তারা।