প্রচ্ছদ ›› জাতীয়

‘৪ শতাংশ সুদে কৃষকদের ঋণ দিচ্ছে সরকার’

নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:২০:০০ | আপডেট: ২ years আগে
 ‘৪ শতাংশ সুদে কৃষকদের ঋণ দিচ্ছে সরকার’
সংগৃহীত

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কৃষিখাতে ৪ শতাংশ সুদে কৃষকদেরকে ঋণ দিচ্ছে সরকার। কিন্তু এ ঋণ পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান কঠিন শর্ত আরও সহজ করতে হবে।

রোববার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

প্রকৃত কৃষককে আরও সহজ শর্তে জামানত ছাড়াই ঋণ দেয়া যায় বলেও উল্লেখে করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রাণিসম্পদে অবশ্যই বীমা প্রয়োজন। কারণ বর্তমানে একটি গাভীর দাম ৫ থেকে ১০ লাখ টাকা। তবে বীমা কোম্পানির উপর দেশের মানুষের বিশ্বাস নেই।

এসময় হয়রানি ও প্রতারণা বন্ধ করে বীমাকে গ্রাহকবান্ধব করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ভোজ্যতেলের চাহিদা শতকরা ৪০ ভাগ দেশে উৎপাদনের আশা করা হচ্ছে। এ লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

ডিমের দাম বৃদ্ধি পেয়েছে, তবে এটি সাময়িক এবং শিগগিরই দাম কমে আসবে বলেও জানান মন্ত্রী।