প্রচ্ছদ ›› জাতীয়

৬৬ ইউপি ও ৫ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

ইউএনবি
২৯ ডিসেম্বর ২০২২ ১১:২৫:৪২ | আপডেট: ২ years আগে
৬৬ ইউপি ও ৫ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

৬৬টি ইউনিয়ন পরিষদ ও ৫টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

পাঁচটি পৌরসভা হল- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া। পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।

পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। বোদা নির্বাচনে সাত হাজার ৪৬১ জন নারীসহ ১৪ হাজার ৫১২ জন ভোট দেবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর।

তিনি বলেন, ৯ ভোটকেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক প্লাটুন, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে ৬৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে।