ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) যেকোনো যানবাহন আট বছরের আগে পরিবর্তন করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২০১৫ সালের এক নির্দেশনা অনুযায়ী, পাঁচ বছর পরপর গাড়ি পরিবর্তনের সুযোগ ছিল।
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরিচালন এবং উন্নয়ন ব্যয় হ্রাস করার সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে, ২০২২-২৩ অর্থবছরে এনবিএফআই দ্বারা সরকারি ব্যয়ে যে কোনও ধরনের যানবাহন (নতুন এবং প্রতিস্থাপন) ক্রয় স্থগিত করা হবে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কোম্পানির খরচে একাধিক গাড়ি দেয়া যাবে না। এ ছাড়া যেসব কর্মকর্তা গাড়ি ঋণ ও রক্ষণাবেক্ষণের খরচ নেন তারা কোম্পানির গাড়ি ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে বিবি।