প্রচ্ছদ ›› জাতীয়

অবস্থার উন্নতি সেব্রিনা ফ্লোরা’র

নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট ২০২২ ১৪:১৬:৪৪ | আপডেট: ৩ years আগে
অবস্থার উন্নতি সেব্রিনা ফ্লোরা’র

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এখনো লাইফ সাপোর্টে আছেন। তবে তিনি এখন অনেকটাই সুস্থতার পথে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

সোমবার সকালে আইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর এ তথ্য জানিয়েছেন। বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

ডা. আলমগীর বলেন, ‘ডা. ফ্লোরার স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, অধ্যাপক ডা. ফ্লোরা রাতারাতি স্থিতিশীল হয়ে উঠছেন। গতকাল থেকে তিনি জাগ্রত অবস্থায় আছেন। তার পেটের চাপও অনেকটা ভালো।’

তিনি আরও বলেন, রক্ত ​​পরীক্ষায় দেখা গেছে, ওনার প্যানক্রিয়াটাইটিস এখনো সক্রিয় আছে, কিন্তু তার জ্বর হয়নি। ডায়ালাইসিস আজ থেকে কমিয়ে দেওয়া হবে। কারণ গত দুদিনে তার শরীর থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড বের করা হয়েছে।

ডা. ফ্লোরাকে চিকিৎসকরা আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। এমনকি পরিকল্পনা অনুযায়ী, আজ তার সিটি স্ক্যান করানোর কথা রয়েছে বলেও জানান ডা. আলমগীর।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সংবাদমাধ্যমেও সেব্রিনা ফ্লোরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টিকে গুজব ও অপপ্রচার বলে জানানো হয়।

২০২০ সালে করোনা মহামারির শুরু সময় প্রতিদিন নির্দিষ্ট সময়ে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। টেলিভিশনে দেশের মানুষের সামনে নিয়মিত করোনা মহামারির পরিস্থিতি নির্দিষ্ট সময়ে অবহিত করার একটি ধারা তিনি চালু করেছিলেন। তখন থেকেই তার নামটি দেশব্যাপী বেশ পরিচিতি পায়।