মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে দেখা করেছেন এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।
স্থানীয় সময় বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বৈঠকের পর শোলে এক টুইট বার্তায় বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গণতন্ত্রের প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারের ওপর পরিচালিত এবং রোহিঙ্গাদের টেকসই সমাধান খুঁজতে আমরা একসঙ্গে কাজ করছি।’
বৈঠকে বাংলাদেশে 'অবাধ ও সুষ্ঠু' নির্বাচন এবং মানবাধিকার সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা হয়।