প্রচ্ছদ ›› জাতীয়

অস্থির ডিম-মুরগির বাজার, বোর্ড গঠনের দাবি খামারিদের

নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:০০:০৮ | আপডেট: ২ years আগে
অস্থির ডিম-মুরগির বাজার, বোর্ড গঠনের দাবি খামারিদের

ডেইরি বোর্ড গঠনের দাবির পর এবার পোল্ট্রি বোর্ড গঠনের দাবি জানিয়েছেন দেশের প্রান্তিক খামারিরা।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এ দাবি জানান প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন।

এসময় দেশের বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের বাজারে অস্থিরতার জন্য বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দায়ী করেছেন খামারিরা। একইসঙ্গে পণ্যের দাম নির্ধারণের জন্য পোল্ট্রি বোর্ড গঠনের আহবান জানান তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৯ সালে দেশে মুরগি-ডিমের খামার বা ফার্মের সংখ্যা ছিল ১ লাখ ৬০ হাজার। চলতি অর্থবছরে তা কমে অর্ধেকে নেমে এসেছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, বড় কোম্পানিগুলো ফার্মের মুরগি ও ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে। দফায় দফায় মুরগির খাবারের দাম বাড়ছে। কিন্তু খামারিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না।

প্রান্তিক খামারিদের টিকে থাকা কষ্টকর হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে অনেক ছোট খামারি ব্যবসা গুটিয়ে নিয়েছেন।

এসময় প্রান্তিক খামার বন্ধ হয়ে যাওয়ার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে দাবিও জানান।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার বলেন, কোম্পানিগুলো একটি ব্রয়লার মুরগির বাচ্চা ২৫-৩০ টাকায় উৎপাদন করে। আর বিক্রি করে ৪০ টাকায়। এতে খামারিরা মুরগি পালন করে পোষাতে পারছেন না।

পোল্ট্রি বোর্ড গঠনের প্রস্তাবের পাশাপাশি আরও কিছু দাবি উত্থাপন করেন তারা।

এগুলো হলো- প্রান্তিক খামারিদের জন্য প্রাণিসম্পদের লাইসেন্স, ট্রেড লাইসেন্স বা ব্যবসার সনদসহ অন্যান্য সনদ প্রাপ্তি সহজ করা, খামারিদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা, খামার বন্ধ হয়ে যাওয়ার কারণ অনুসন্ধান, খামারিদের বিমার আওতায় আনা ও ডিম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের দাবি জানানো হয়।

এর আগে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ডেইরি বোর্ড গঠনের দাবি জানান বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন। তবে দীর্ঘদিন ধরে সে দাবি ঝুলে আছে।