আন্তর্জাতিক মনিটরি ফান্ডের (আইএমএফ) সঙ্গে কাজ করা ভালো। তবে তাদের কথায় বাজেট করিনি বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের সঙ্গে কাজ করা ভালো। তারা অর্থনীতির বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়, সহায়তা দেয়। তবে আমরা তাদের কথামতো বাজেট করিনি। যদিও আইএমএফ ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থা দেশের রাজস্ব আয় বাড়ানোর কথা বলেছে। সেই হিসেবে রাজস্ব আদায় বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। শর্ত না মানলেও, তাদের যেসব পরামর্শ আমাদের জন্য প্রয়োজনীয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।’
তবে আইএমএফের পরামর্শ শুনলে অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সফল হবে বলে মনে করেন মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আমরা সবাই এখন অ্যালায়েন্স। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আমরা কোনো পণ্য না পেলে খুঁজি বিকল্প কোন দেশে পাওয়া যাবে। আইএমএফের সঙ্গে যারা যুক্ত, তাদের সবার সার্বিক বিষয়ে তারা (আইএমএফ) দেখে। তারা শুধু ঋণ দিয়েই সাহায্য করে না। তারা কিছু প্রজেক্টও সাজেস্ট করে। কোন কোন বিষয়গুলো ডেলিভার করা যাবে সেগুলোও তারা সাজেস্ট করে।’
মন্ত্রী বলেন, ‘আমি মনে করি, তাদের পরামর্শ শুনলে সফল হব। তাদের ওভারঅল প্রেসক্রিপশন থাকে। তবে সেখান থেকে যেটুকু গ্রহণ করা যায় করব। বাকি সব আমরা আমাদের মতো করব।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব প্রমুখ।