ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার।
সারাদেশে ৭৯টি কেন্দ্রে মোট ১৮ হাজার ৪৩১ জন সদস্য নির্বাচনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
আইডিইবির সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আইডিইবি নির্বাচনে ৩৭ পদের বিপরীতে ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটে নির্বাচিতরা দুই বছরের (২০২৩-২৫) জন্য দায়িত্ব পালন করবেন।