প্রচ্ছদ ›› জাতীয়

আউটরিচ কর্মসূচিতে যোগ দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার সফর করেছেন কূটনীতিকরা

টিবিপি ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৭:০৮ | আপডেট: ১ year আগে
আউটরিচ কর্মসূচিতে যোগ দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার সফর করেছেন কূটনীতিকরা

বাংলাদেশ সম্পর্কে আরও জানতে একটি আউটরিচ কর্মসূচিতে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকাস্থ দূতাবাস ও মিশনের দূত ও কূটনীতিকসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা চট্টগ্রাম ও কক্সবাজার সফর করেন।

এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার প্রতিনিধি দলটি বাংলাদেশ নেভাল একাডেমির ওয়েস্ট পয়েন্ট এবং কর্ণফুলী টানেল পরিদর্শন করেন।

এই সফর শেষে প্রতিনিধি দলকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের উদ্দেশে রওনা হওয়ার আগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

পরে সন্ধ্যায় কক্সবাজার শিল্পকলা একাডেমির উদ্যোগে জলবায়ু বিষয়ক নাটক, ঐতিহ্যবাহী গান, নৃত্য পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, জাতীয় সংসদের হুইপ সাইমুম সারওয়ার কামাল এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে বক্তব্য দেন।