বরগুনার হাট-বাজারগুলোতে বেড়েছে ধানের সরবরাহ। সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মণপ্রতি ৮০ থেকে ১১০ টাকা পর্যন্ত।
আড়তদাররা জানান, বাজারে প্রতি মণ শুকনো আউশ ধান বিক্রি হচ্ছে ৭২০ থেকে ৭৪০ টাকায়। ভেজা ধান বিক্রি হচ্ছে ৭০০ টাকায়।
সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মণপ্রতি ৮০ থেকে ১১০ টাকা পর্যন্ত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরগুনা খামারবাড়ির উপ-পরিচালক আবু সৈয়দ মো. জোবায়দুল আলম জানিয়েছেন, বরগুনায় আবাদের মোট লক্ষ্যমাত্রা ছিল ৫৩০৭৫ হেক্টর জমিতে, আবাদকৃত জমি ৫২৮১১হেক্টর, কর্তনকৃত জমি পরিমাণ ১২৫২৮ হেক্টর, হেক্টর প্রতি ফলন ২ দশমিক ৩০ টন। এছাড়াও চলতি মৌসুমে মোট আউশ ধানের উৎপাদন ২৮৮১৪ দশমিক ৪ টন।