আকস্মিকভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।
শনিবার দুপুর ১২ টায় বিমানবন্দর পরিদর্শনে যান প্রতিমন্ত্রী।
বিমানবন্দরের লাগেজ বেল্ট এরিয়া, গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট ডিভিশন, ফ্লাইটের জন্য প্রস্তুত বিমানের উড়োজাহাজ, হ্যাঙ্গার এরিয়া, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, ইমিগ্রেশনের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন মাহবুব আলী।
এসময় সেবার মান বাড়ানোর জন্য বিমানবন্দরের প্রত্যেকটি বিভাগকে আলাদা আলাদা নির্দেশনা প্রদান করেন। এদিন বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত সেখানে অবস্থান করে বিভিন্ন তদারকি কার্যক্রম পরিচালনা করেন প্রতিমন্ত্রী।