কুয়াশায় আচ্ছন্ন মাঘের প্রথম সকালে শীত উপেক্ষা করে হাজারও মানুষ আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা মাঠে ঢল নেমেছে মুসল্লিদের। লাখ লাখ মুসল্লির ধ্বনিতে আল্লাহর জিকিরে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর।
টঙ্গীর তুরাগ তীরে রোববার সকাল ১১টায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এই পর্বে তাবলীগ জামাতের অন্যতম শীর্ষ মুরব্বি হাফেজ মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে।
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মুসল্লি ছুটছেন ইজতেমা ময়দানের উদ্দেশে। ধারণা করা হয়, হজের পরেই মুসলিম উম্মাহর দ্বিতীয় জমায়েত হয় বিশ্ব ইজতেমার ময়দানে।
এদিকে লাখ লাখ মুসল্লির সঙ্গে একসঙ্গে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন- এমন বিশ্বাস নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, উত্তরা, আশুলিয়া বেড়িবাঁধ, কামারপাড়া, টঙ্গীর বনমালা রোডসহ অলিগলি দিয়ে বিশ্ব ইজতেমা ময়দানের উদ্দেশে ছুটছেন হাজার হাজার মুসল্লি। মোনাজাতে অংশ নিতে আগে থেকেই ইজতেমা ময়দানের আশপাশে আত্মীয়ের বাসায় অবস্থান নিয়েছেন অনেকে
আজ সকাল সাড়ে ৬টায় রাজধানীর মিরপুর-১০ থেকে পল্লবী পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, ফজরের নামাজের পর থেকেই হাজার হাজার মানুষ হেঁটে রওনা হয়েছেন বিশ্ব ইজতেমা ময়দানের উদ্দেশে। মূলত ওই সময়ে যানবাহন না থাকায় দুর্ভোগ পড়তে হয়েছে তাদের। এ ছাড়া অনেকে হেটেই রওনা হয়েছেন।
মিরপুর-৬ নম্বর থেকে ইজতেমা ময়দানের উদ্দেশে যাওয়া আমিনুল ইসলাম বলেন, ‘ফজরের নামাজের পর হালকা নাস্তা করেই রওনা হয়েছি। আমরা মহল্লার ৪-৫ জন একসঙ্গে যাচ্ছি। বেশিরভাগ মহল্লা থেকেই গতরাতে ছোট ছোট পিকআপ ভাড়া করেছে। আমরা কয়েকজন হওয়ায় পিকআপ ভাড়া করা সম্ভব হয়নি। মিরপুর ডিওএইচএস থেকে লেগুনা সার্ভিস আছে, সেটি দিয়ে ময়দানের দিকে যাব। যেহেতু ডিওএইচএস পর্যন্ত কোনো বাস সার্ভিস নেই। তাই বাধ্য হয়ে হেঁটে যেতে হচ্ছে।’
জিহাদুর রহমান নামের একজন বলেন, ‘হেঁটেই ইজতেমা ময়দান পর্যন্ত যাব। আর ফেরার পথে গাড়িতে ফিরব। সেজন্যই ফজর নামাজ আদায় করে বাসায় হালকা নাস্তা করে এলাকার চার-পাঁচজনকে নিয়েই হাঁটা শুরু করেছি। যেহেতু শীতের সকাল, তাই হাঁটতে খুব একটা কষ্ট খারাপ লাগছে না।
অপরদিকে টঙ্গীর তুরাগ তীরে ময়দানে জায়গা না পেয়ে সড়ক, মহাসড়ক, খালি জায়গা, বাড়ির ছাদ, গাড়ির ছাদ, নৌকা, ফ্লাইওভার, ফুটওভার ব্রিজ, ফুটপাতে অবস্থান নিয়েছেন মুসল্লিরা।
বিশ্ব ইজতেমার মুরুব্বী ইঞ্জিনিয়ার নূর ভাই জানান, আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। এতে অংশ নেবেন তাবলীগ জামাতসহ দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি। আর এর মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে অংশগ্রহণ করেন মাওলানা জুবায়েরের অনুসারী মুসল্লিরা। আখেরি মোনাজাত শেষে প্রথম পর্বের অংশগ্রহণ করা মুসল্লিরা যার যার গন্তব্যে ফিরে যাবেন।
তাবলীগ জামাত আয়োজিত এই ইজতেমায় শীর্ষস্থানীয় মুরুব্বীদের বয়ান শুনতে তরুণ, যুবক, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মুসল্লি সমবেত হন। একইভাবে আগামী ২০ জানুয়ারি শুক্রবার বাদ ফজর ফের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এবং একইভাবে আগামী ২২ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।