প্রচ্ছদ ›› জাতীয়

আখেরি মোনাজাত উপলক্ষে চলবে স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৩ ০৯:৪১:০৫ | আপডেট: ২ years আগে
আখেরি মোনাজাত উপলক্ষে চলবে স্পেশাল ট্রেন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে আজ। রোববার বেলা ১১টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্পেশাল ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মোনাজাত স্পেশাল’ নামের বিশেষ ট্রেনটি সকাল ১০টায় কমলাপুর রেলস্টেশন থেকে টঙ্গীর উদ্দেশে ছেড়ে যাবে। এ ছাড়া আখেরি মোনাজাত উপলক্ষে ঢাকা ছেড়ে যাওয়া ও ঢাকায় প্রবেশের সময় সব ট্রেন টঙ্গী রেলস্টেশনে যাত্রা বিরতি করবে।

এর আগে আখেরি মোনাজাত উপলক্ষে পাঁচটি স্পেশাল ট্রেন পরিচালনা করার কথা জানিয়েছিলেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলাম।

শনিবার রাতে তিনি বলেন, কমলাপুর রেলস্টেশন থেকে টঙ্গীর উদ্দেশে প্রথম ট্রেন ছেড়ে যাবে ভোর ৫টা ৩০ মিনিটে, দ্বিতীয় ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে, তৃতীয় ট্রেন ছাড়বে ৭টা ৩০ মিনিটে, চতুর্থ ট্রেন ছাড়বে ৯টায় এবং পঞ্চম ট্রেন ছাড়বে সকাল ১০টায়।

শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে ৫৬তম ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।