প্রচ্ছদ ›› জাতীয়

‘আগামী অর্থবছরে চালু হবে ডিজিটাল ব্যাংক’

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৩ ১৮:১৩:০৬ | আপডেট: ২ years আগে
‘আগামী অর্থবছরে চালু হবে ডিজিটাল ব্যাংক’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে সব পর্যায়ের মানুষের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির প্রচেষ্টাকে প্রসারিত ও ত্বরান্বিত করতে আগামী অর্থবছরের মধ্যে একটি ডিজিটাল ব্যাংক চালু করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি কমিটি ডিজিটাল ব্যাংক নিয়ে কাজ করছে। ডিজিটাল ব্যাংকের রূপরেখা প্রণয়ণের কাজ শেষ হয়েছে। আশা করছি আগামী অর্থবছরে একটি ডিজিটাল ব্যাংক চালু করতে পারব।

এর আগে গত মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার জানিয়েছিলেন, কেন্দ্রীয় ব্যাংক একটি ডিজিটাল ব্যাংক চালু করতে কাজ করছে।