আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মো. জাহাংগীর আলম বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি আসনেই ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
এদিকে পরিকল্পনায় থাকার পরও কেন ইভিএম ব্যবহার থেকে নির্বাচন কমিশন সরে এসেছে, তার একাধিক কারণ উল্লেখ করেন ইসি সচিব। তিনি জানান, টাকার বরাদ্দ না হওয়া, সময়ের স্বল্পতা ও রাজনৈতিক মতবিরোধ থাকায় কমিশন আগের এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
মো. জাহাংগীর আলম বলেন, ‘এর কারণ হলো, অর্থ মন্ত্রণালয় থেকে ইভিএম মেশিনের জন্য ১২৫৯ কোটি ৯০ লাখ টাকা চাওয়া হয়েছিল। এই টাকাপ্রাপ্তির অনিশ্চয়তার কারণে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
সাংবাদিকরা জানতে চান, আগে তো বলেছিলেন, ১৫০ থেকে ১৬০টি আসনে ইভিএমে ভোট করার সক্ষমতা রয়েছে, ওটাও হারাল কেন? উত্তরে সচিব বলেন, ‘প্রথম হচ্ছে, স্থানীয় নির্বাচনে সকল পর্যায়ে ইভিএম মেশিন ব্যবহার করা হবে। এই কার্যক্রম চলমান আছে এবং সেটা অব্যাহত থাকবে।’