প্রচ্ছদ ›› জাতীয়

আগামী মাস থেকে বিদ্যুৎ-জ্বালানি সংকট থাকবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২২ ১৯:১৯:২৮ | আপডেট: ২ years আগে
আগামী মাস থেকে বিদ্যুৎ-জ্বালানি সংকট থাকবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা | পুরনো ছবি

আগামী মাস থেকে বিদ্যুত সরবরাহ সংকটে জনগণের খুব একটা কষ্ট হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘ইউক্রেনে যুদ্ধের কারণে জ্বালানি কেনা এবং গ্যাস আনা কঠিন। শুধুমাত্র আমাদের দেশেই নয়, ইংল্যান্ড, আমেরিকা এবং জার্মানি সর্বত্রই জ্বালানি সাশ্রয়ের দিকে মনোযোগ দেয়া হচ্ছে। তারা সংগ্রাম করছে (বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে)। তাই আমাদেরও কিছু দিন কষ্ট করতে হয়েছে। ইনশাআল্লাহ, আগামী মাস থেকে হয়তো এমন কোনও দুর্ভোগ থাকবে না।’

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে দলের উপদেষ্টা পরিষদের সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

জ্বালানি ও পানি ব্যবহারে সবাইকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাকে মিতব্যয়ী হতে হবে। কারণ, পুরো বিশ্ব অর্থনৈতিক মন্দার সম্মুখীন। আমরা এর প্রভাব থেকে মুক্ত নই। ‘পরিস্থিতি ভয়ানক’ উল্লেখ করে তিনি খাদ্য উৎপাদন বাড়াতে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হওয়ায় এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, আমরা যদি নিজেদের উৎপাদন বাড়াতে পারি তাহলে বাংলাদেশে কখনও দুর্ভিক্ষের তাপ মোকাবিলা করতে পারব না।

ভর্তুকি মূল্যে দরিদ্রদের খাদ্য সরবরাহের বিষয়ে তিনি বলেন, আমরা সব জিনিস বেশি দামে কিনছি, কিন্তু কম দামে মানুষকে সরবরাহ করছি যাতে কেউ খাবারের সমস্যায় না পড়ে।

আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের সব কাজ মানুষের কল্যাণের জন্য। আমরা এখানে নিজেদের ভাগ্য গড়তে আসিনি, আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য গড়ছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে জনগণ দেশে প্রকৃত গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার ভোগ করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে এদেশের মানুষের প্রকৃত গণতন্ত্র বা গণতান্ত্রিক অধিকার ছিল না। আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করেছি।

তিনি বলেন, বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত যদিও দেশের কিছু মানুষ তাদের চোখে কোনও উন্নয়ন দেখে না।