প্রচ্ছদ ›› জাতীয়

আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৭:১৯ | আপডেট: ২ years আগে
আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর ও চট্টগ্রামে ২৩ দশমিক আট ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার বুলেটিনে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, সুস্পষ্ট লঘুচাপটি মধ্যপ্রদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।