প্রচ্ছদ ›› জাতীয়

আজ ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান

নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২২ ১২:৪১:৪৪ | আপডেট: ২ years আগে
আজ ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
ব্রুনেই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়াহ

ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার দুপুরে ঢাকায় আসছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রথমবারের মতো এ সফরে ঢাকায় আসছেন বলকিয়াহ। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনিই এখন বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে কোনো দেশের সিংহাসনে থাকা শাসক।

সুলতানের এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল, বাংলাদেশি জনশক্তি নিয়োগ এবং দুই দেশের নাবিকদের সনদকে পারস্পরিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেছিলেন, বিশেষত বিগত এক দশকে ব্রুনেইয়ের সাথে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি, মানবসম্পদ উন্নয়নসহ নানাবিধ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে।

ঢাকায় সুলতানের সফর হবে বাংলাদেশে ব্রুনেইয়ের রাষ্ট্রপ্রধান পর্যায়ের প্রথম সফর। ২০২০ সালের এপ্রিলে সফরটি চূড়ান্ত করা হলেও করোনাভাইরাস মহামারীর কারণে শেষ মুহূর্তে তা স্থগিত হয়।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, সুলতান বলকিয়াহকে আনুষ্ঠানিক অভ্যর্থনায় ২১ বার তপোধ্বনিসহ গার্ড অব অনার প্রদান করা হবে।

বিমানবন্দর থেকে সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এরপর ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

সফরের প্রথমদিন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন ব্রুনেইয়ের সুলতান। পরে তার সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি।

সফরের দ্বিতীয় দিন রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলকিয়াহ।