প্রচ্ছদ ›› জাতীয়

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১১:৪১ | আপডেট: ২ years আগে
আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় আজ ৩ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়; গ্যাস লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাধবদী পৌরসভা, বিরামপুর কালীবাড়ি, নুরালাপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

ওই সময়ে আশেপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।