প্রচ্ছদ ›› জাতীয়

আজও ফাঁকা ঢাকা

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২২ ১৯:৪২:৪৩ | আপডেট: ৩ years আগে
আজও ফাঁকা ঢাকা
ফাইল ছবি (সংগৃহীত)

ঈদুল আজহার তিন দিনের সরকারি ছুটি শেষে দ্বিতীয় কর্মদিবস চলছে আজ। এরপরেও নগরীতে ফেরেনি কর্মচাঞ্চল্য। যাদুর নগরী ঢাকা এখনও ফাঁকা। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লাখো মানুষ ঢাকা ছেড়ে চলে যাওয়ায় পরপরই বদলে যায় রাজধানীর চিরচেনা রুপ।

ঈদের ছুটি শেষ হলেও আমেজ যেন এখনো কাটেনি। অনেকেই যোগ দেননি অফিসে। বাড়তি ছুটি নিয়ে পরিবার-পরিজনের সাথে সময় কাটাচ্ছেন।

রাজধানীর আবদুল্লাহপুর, বনানী, মহাখালী, নাবিস্কো, তিব্বত, যাত্রাবাড়ী, আজিমপুর, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহনের সংখ্যা কম। কিছু গণপরিবহন দেখা গেলেও সেগুলোয় যাত্রীসংখ্যা খুবই কম। প্রায় সবগুলো মোড়ই ছিল ফাঁকা।

ঈদের ছুটি কাটিয়ে ফেনি থেকে ঢাকায়  ফিরেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফাহাদ মাহমুদ। তিনি দ্য বিজনেস পোস্টকে বলেন, কাঁচপুরে জ্যাম থাকলেও ঢাকা নগরী ছিল ফাঁকা।

যাত্রাবাড়ী থেকে তেজগাঁজ ইন্ড্রাস্টিয়াল এরিয়াতে অফিস করতে আসা আসা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, আজকের রাস্তাঘাট ফাঁকা,  ট্রাফিক জ্যাম ছিল না। আজ অফিসে দ্রুততম সময়ে চলে এসেছি।

আজ সড়কে ট্রাফিক পুলিশসহ নিরাপত্তায় নিয়োজিতদেরও অলস সময় পার করতে দেখা যায়। ট্রাফিক সিগন্যালগুলোও ছিল একদম ফাকা।

আগামী সপ্তাহের আগে রাজধানী তার সেই চিরচেনা রুপে ফিরবে না বলে মনে করছেন অনেকে। ঢাকায় পুরোদমে কর্মচাঞ্চল্য ফিরতে আরও কিছুটা সময় লেগে যাবে।

এর আগে গত রোববার সারা দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই ছিল সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ৪ দিনের ছুটিতে পড়ে সারাদেশ।