প্রচ্ছদ ›› জাতীয়

আত্মবিশ্বাস থাকলে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট ২০২৩ ১৮:৫৭:১১ | আপডেট: ১ year আগে
আত্মবিশ্বাস থাকলে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূসের বিচার স্থগিত চেয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ১৬০ বিশ্বনেতা ও নোবেল বিজয়ীর বিবৃতির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞ পাঠিয়ে ড. ইউনূসের মামলার কাগজপত্র পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তিনি।

শেখ হাসিনা বলেন, একজন ব্যক্তির পক্ষে এত এত বিবৃতি দেওয়ার কী আছে? তারা এখানে বিশেষজ্ঞ পাঠাক। তারা এসে দেখুক সবকিছু ঠিক আছে কি না। তারা দেখুক কোথাও কোনো অনিয়ম আছে কি না।

মঙ্গলবার সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে বলেন: “ভদ্র লোকের যদি আত্মবিশ্বাস থাকতো তাহলে আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না। আমাদের দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং সবকিছু এটা নিয়ম মতো চলে। কেউ যদি ট্যাক্স না দেয় আর শ্রমিকের টাকা আত্মসাৎ করে, আর শ্রমিকদের পক্ষ থেকে যদি লেবার কোর্টে মামলা করা হয় তাহলে আমাদের কি সেই হাত আছে যে সে মামলা বন্ধ করে দেবো। আমাদের দেশে চলমান মামলা নিয়ে আলোচনাই করা হয় না। এটা সাব-জুডিস। এখানে আমি কে মামলা প্রত্যাহার করার।এখানে আমার কোন অধিকারটা আছে। বিচার ব্যবস্থা তো সম্পূর্ণ স্বাধীন।”

তিনি আরও বলেন: “ট্যাক্স ফাঁকি দিলে ফেরতও দিতে হবে, মুদ্রাস্ফীতির এই সময়ে যেখান থেকেই অর্থ পাওনা সরকার আদায় করবেই। আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিটি আইন ও নিয়ম-নীতিতে বাংলাদেশ সই করেছে, যারা ড. ইউনূসের বিচার নিয়ে প্রশ্ন তোলে সেসব দেশ সই করেনি।”