প্রচ্ছদ ›› জাতীয়

আবারও শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে লঞ্চ-স্পিডবোট চালু

নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২২ ১৫:৪৫:০১ | আপডেট: ৩ years আগে
আবারও শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে লঞ্চ-স্পিডবোট চালু
(ফাইল ছবি)

দুই মাস বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের ‍শিমুলিয়া-শরীয়তপুরের মাঝিরকান্দি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট ফের চালু হয়েছে। প্রথম দিনে যাত্রীর সংখ্যা খুবই কম।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়। তবে ফেরি চলাচল বন্ধ আছে। এই রুটে ২৫ জুন থেকে বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল।

শিমুলিয়ায় ঘাটের লঞ্চ মালিক আমিনুল ইসলাম জানান, আজ সকাল ৯টায় একটি লঞ্চ মাঝিরকান্দি ঘাট থেকে ছেড়ে আসে। তবে যাত্রী তুলনামূলক কম। তেলের দাম বাড়লেও লঞ্চ ভাড়া বাড়ানো হয়নি। আমরা আগের মতো যাত্রী প্রতি ৪৫ টাকা করে ভাড়া আদায় করছি। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভাড়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, সকাল ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। যাত্রী সংকট কমানোর বিষয়ে আলোচনা করা হবে।