প্রচ্ছদ ›› জাতীয়

আল-আকসায় মুসল্লিদের ওপর হামলায় ঢাকার নিন্দা

নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৩ ১৯:১০:১৩ | আপডেট: ২ years আগে
আল-আকসায় মুসল্লিদের ওপর হামলায় ঢাকার নিন্দা

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেম নগরীর পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর ফের হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। গত বুধবার পবিত্র রমজানের রাতে ইবাদত ও নামাজরত মুসল্লিদের ওপর এ হামলা চালায়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইসরায়েলি বাহিনীর দ্বারা নাগরিকদের মৌলিক নিয়ম, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের জন্য বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে।

বাংলাদেশ মনে করে যে ধর্মের স্বাধীনতাকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে ধরে রাখতে হবে এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার, বিশেষ করে পবিত্র রমজান মাসে নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ আন্তর্জাতিক রীতিনীতির বিরুদ্ধে অধিকৃত ভূখণ্ডে বারবার এ ধরনের সহিংসতা বন্ধে ‘টেকসই ব্যবস্থা’ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।