প্রচ্ছদ ›› জাতীয়

আলীকদমের নতুন ইউএনও অরবিন্দ বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৩:০৯ | আপডেট: ২ years আগে
আলীকদমের নতুন ইউএনও অরবিন্দ বিশ্বাস

বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পেয়েছেন অরবিন্দ বিশ্বাস। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন।

মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদায়নের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসকে বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে ট্রফি ভাঙা ইস্যুতে আলীকদমের ইউএনও মেহরুবা ইসলামকে প্রত্যাহারের পর ওই উপজেলায় অরবিন্দ বিশ্বাসকে পদায়ন করা হয়েছে।