প্রচ্ছদ ›› জাতীয়

আশা করি মিয়ানমার শিগগিরই সংযম দেখাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৯:৪৪ | আপডেট: ২ years আগে
আশা করি মিয়ানমার শিগগিরই সংযম দেখাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারকে বাংলাদেশ সীমান্তের দিকে গুলি চালানো থেকে সরকার বিরত থাকতে বলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে কয়েকটি মর্টার শেল নিক্ষেপের ঘটনার বিরুদ্ধে সরকারের প্রতিটি স্তর থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমি আশা করি মিয়ানমার শিগগিরই সংযম দেখাবে।

শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষ না করা পর্যন্ত বাবুল আক্তারের অভিযোগ সম্পর্কে তিনি কিছু বলতে চান না।

তিনি বলেন, ‘বাবুলের অভিযোগ সত্য কি না তা পিবিআইয়ের তদন্তে জানা যাবে। পিবিআইয়ের ওপর আমাদের আস্থা আছে। তারা সর্বদা পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করে। পিবিআই তদন্ত শেষ হলেই সব বিভ্রান্তি দূর হবে।’

এর আগে হেফাজতে নির্যাতনের অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার।

মামলার অন্য পাঁচ আসামি হলেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা ও জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, পিবিআই পরিদর্শক একে মহিউদ্দিন সেলিম, সন্তোষ চাকমা ও এনায়েত কবির।