গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের অলভিয়া বন্দরে পরিত্যক্ত করা হয় বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। এবার সেই জাহাজের ক্ষতিপূরণ মিলেছে। সরকারি সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এ জাহাজটির ক্ষতিপূরণ বাবদ বিমা কোম্পানির কাছ থেকে প্রায় ২৩৭ কোটি টাকা পাওয়া গেছে।
জানা যায়, গত বছরের ২ মার্চ ক্ষেপণাস্ত্র হামলার শিকারের পর বিএসসি ক্ষতিপূরণ পেতে বিমা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে। সেই সময় ক্ষতিপূরণ বাবদ বিদেশি বিমা কোম্পানির কাছ থেকে ২ কোটি ২৪ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়। বিএসসি সম্প্রতি সেই ক্ষতিপূরণের অর্থ সম্প্রতি পেয়েছে।
সংস্থাটির একাধিক সূত্র জানিয়েছে, তারা ক্ষতিপূরণ বাবদ যে অর্থ দাবি করেছিল তাই পেয়েছে।
এই নিয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মো. জিয়াউল হক বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত জাহাজটির বিমা দাবির ২ কোটি ২৪ লাখ ডলার দেশে এসেছে। সরকারি বিমা কোম্পানি সাধারণ বীমা করপোরেশন হয়ে এ অর্থ বিএসসির হিসাবে জমা হচ্ছে।