প্রচ্ছদ ›› জাতীয়

ইউরোপে শ্রম অভিবাসনের হার বাড়ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২২ ১৯:৫৩:১৭ | আপডেট: ২ years আগে
ইউরোপে শ্রম অভিবাসনের হার বাড়ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির জন্য ক্রোয়েশিয়া ও সার্বিয়াসহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বিওইএসএল) এর মাধ্যমে রোমানিয়া যাওয়ার উদ্দেশ্যে ১০২ জনের মধ্যে ৩০ জন কর্মীর বিদায় উপলক্ষে সোমবার রাজধানীতে তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ইউরোপ বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় শ্রমবাজার এবং ইউরোপে শ্রম অভিবাসনের হার প্রতিনিয়ত বাড়ছে।

তিনি বলেন, বিওইএসএল-এর মাধ্যমে রোমানিয়াসহ ইউরোপের অন্যান্য দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে।

বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের দেশের প্রতি দায়িত্বশীল হয়ে দায়িত্বশীল আচরণ ও কাজের প্রতি মনোযোগ দিয়ে দেশের সুনাম বৃদ্ধির আহ্বান জানান মন্ত্রী।