প্রচ্ছদ ›› জাতীয়

ইজতেমা উপলক্ষে রোববার সময় বাড়লো মেট্রোরেলের

নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৩ ১৫:৫৪:৫৩ | আপডেট: ২ years আগে
ইজতেমা উপলক্ষে রোববার সময় বাড়লো মেট্রোরেলের
মেট্রোরেল (ফাইল ছবি)

ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাতের দিন মুসল্লিদের জন্য মেট্রোরেলের যাতায়াত সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ রেল চলাচল করবে।

বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন অর্থাৎ ২২ জানুয়ারী আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করবে।

এতে আরও বলা হয়, বিশেষ এই ব্যবস্থা উপলক্ষ্যে যাত্রী সাধারণের চলাচলের ব্যবস্থাপনার সুবিধার্থে শুধুমাত্র রোববার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রয় বন্ধ থাকবে।