প্রচ্ছদ ›› জাতীয়

ঈদগাহে ছাতা, মোবাইল ছাড়া কিছু না নেয়ার অনুরোধ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক
০৮ জুলাই ২০২২ ১৫:০৮:৩১ | আপডেট: ৩ years আগে
ঈদগাহে ছাতা, মোবাইল ছাড়া কিছু না নেয়ার অনুরোধ ডিএমপির

যে কোনো মূল্যে ঈদের জামাতে আসা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। একইসঙ্গে ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে ছাতা ও মোবাইল ছাড়া মুসল্লিদের অন্য কোনো কিছু না আনার অনুরোধ জানান তিনি।

শুক্রবার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গিরা কখনওই চুপ করে বসে থাকে না। অনলাইনে তাদের তৎপরতা থেমে নেই। হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।’ 

পুলিশ যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘মাজার কিংবা পীরদের আখড়ায় ঈদের জামাত হয় এবং সেসব জায়গায় হামলার আশঙ্কা থাকে এ ধরনের জায়গা চিহ্নিত করে আলাদা আলাদা নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে মাস্ক পরে ঈদ জামাতে শরিক হতে রাজধানীবাসীর প্রতি অনুরোধ জানান কমিশনার।