প্রচ্ছদ ›› জাতীয়

ঈদের ছুটি শেষ, এবার তিলোত্তমা নগরীতে ফেরার পালা

আফরিন আপ্পি
০২ জুলাই ২০২৩ ১৩:২৬:৪৭ | আপডেট: ২ years আগে
ঈদের ছুটি শেষ, এবার তিলোত্তমা নগরীতে ফেরার পালা

টানা ৫ দিনের ঈদুল আজহার ছুটি শেষ। রোববার থেকে খুলেছে অফিস-আদালত। তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠানের ঈদের ছুটি শেষ হয়েছে শনিবার।

ঈদের ছুটি কাটাতে যারা গ্রামে গিয়েছিলেন পরিবার-পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে ফিরছেন যাদুর নগরী ঢাকায়।

রোববার ঈদুল আজহার চতুর্থ দিন রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও সদরঘাটে কর্মস্থলমুখী মানুষের ভিড় দেখা গেছে।

এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা আন্তঃজেলা বাসগুলোকে রাজধানীর বাস টার্মিনালে এসে থামতে দেখা যায়। এ সময় বিভিন্ন বাস টার্মিনালের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে যারা ঢাকায় ফিরছেন তার বেশিরভাগ যাত্রীই ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেছেন।

রাজশাহী থেকে ঢাকা ফিরেছেন বেসরকারি চাকরিজীবী কায়জার হোসেন। বিজনেস পোস্ট’কে তিনি  বলেন, ‘রাতের ট্রেনে রওয়ানা দিয়েছি। ভোরে ঢাকায় পেঁছেছি। বাসায় ব্যাগ রেখে আটটার দিকে অফিসের উদ্দেশে রওয়ানা হবো।’

খন্দকার মাহফুজ নামে আরেকজন বলেন, ‘আমার অফিস শুরু হচ্ছে আগামীকাল। ভিড় এড়াতে খুলনা থেকে ১ দিন আগে ঢাকায় ফিরলাম। আজ বন্ধুদের সাথে বিকেলে কিছুটা সময় কাটাবো। আগামীকাল থেকেই আবার সেই যান্ত্রিক জীবনের শুরু।’

অনেকে আবার ভিড় এড়াতে স্ত্রী-সন্তানদের গ্রামে রেখে একাই ফিরছেন ঢাকায়। ঈদ যাত্রা শেষে গ্রাম থেকে পরিবার নিয়ে আসার পরিকল্পনা তাদের। 

বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এবার ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে নির্বাহী আদেশে মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়। ঈদের তিন দিনের ছুটি ছিল বুধবার থেকে। শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে পাঁচ দিনের ছুটি ভোগ করেছেন কর্মজীবীরা। সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে পাঁচ দিন কাটিয়েছেন অনেক প্রতিষ্ঠানের বেসরকারি চাকরিজীবীরাও।