ঈদুল আজহার দিন রোবাবর সারাদেশে অধিকাংশ মানুষ পশু কোরবানি করলেও ধর্মীয় বিধান থাকায় আজও অনেকেই কোরবানি করছেন। তবে, তার পরিমাণ বেশি নয়।
সোমবার সকালে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লা ও সড়কগুলোতে পশু কোরবানি দেওয়ার দৃশ্য চোখে পড়েছে।
রাজধানীতেই ঈদের দ্বিতীয় দিনে কমবেশি পশু কোরবানি হলেও পুরান ঢাকায় এ রীতিটা বেশি। ঐতিহ্যগতভাবে পুরান ঢাকাবাসী যুগ যুগ ধরে এটা করে আসছেন।
ইসলামি বিধান মতে, ঈদের দিন ছাড়াও আরও দুদিন, মানে মোট তিন দিন কোরবানি দেওয়া যায়। জিলহজ মাসের ১১ তারিখ (ঈদের দ্বিতীয় দিন) ও ১২ তারিখও (ঈদের তৃতীয় দিন) সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ থাকে। সেই বিধান মেনে অনেক মুসলমান ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন কোরবানি করেন।