প্রচ্ছদ ›› জাতীয়

ঈদের সকালে সড়কে ঝরল চার প্রাণ

নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৩ ১২:৩৭:০৮ | আপডেট: ২ years আগে
ঈদের সকালে সড়কে ঝরল চার প্রাণ

পবিত্র ঈদুল আজহার দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরুবোঝাই পিকআপ ও আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন মারা গেছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। এ সময় পিকআপে থাকা তিনটি গরুও মারা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- গাইবান্ধা সদর থানার ফুলবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্যারাবাড়িয়া গ্রামের সোহরাব আলীর ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে আয়ান (৪)।

দুর্ঘটনায় আয়ানের বাবা শরিফুল ইসলাম ও মা শাপলা খাতুন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে