প্রচ্ছদ ›› জাতীয়

ঈদের ৭দিন এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
০৩ জুলাই ২০২২ ১৯:১১:২৮ | আপডেট: ৩ years আগে
ঈদের ৭দিন এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় চলাচল বন্ধ

ঈদ উপলক্ষে সাতদিন এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে ঈদের আগে তিনদিন, ঈদের দিন এবং ঈদের পরে তিনদিন মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ কার্যকর থাকবে।

রোববার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, ঈদের আগে ও পরে সাতদিন যৌক্তিক কারণ ছাড়া এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় চলাচল বন্ধ থাকবে। ঢাকার মোটরসাইকেল ঢাকায় চালাতে হবে। চট্টগ্রামের মোটরসাইকেল চট্টগ্রামে এবং বরিশালের মোটরসাইকেল বরিশালে চালাতে হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপত্র জারি করবে সড়ক বিভাগ।