প্রচ্ছদ ›› জাতীয়

উই সামিট ২০২৩-এর লোগো উন্মোচন

টিবিপি ডেস্ক
০৭ জুন ২০২৩ ১৬:০৮:১৫ | আপডেট: ৯ মাস আগে
উই সামিট ২০২৩-এর লোগো উন্মোচন

বাংলাদেশের নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর নিয়মিত আয়োজন ‘উই সামিট’ এবার অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী বসুন্ধরাস্থ আইসিসিবি এর নবরাত্রি হলে অক্টোবরের ৬-৭ তারিখ পর্যন্ত।

এ উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর রাওয়া ক্লাবে উই সামিটের পার্টনারদের সাথে নিয়ে লোগো উন্মোচন করে কেক কাটেন উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

এসময় দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উই এর এডভাইজর মেজর (অব:) কবির সাকিব বলেন, ‘এবারের উই সামিটে দেশের ৬৪টি জেলার নারী উদ্যোক্তারা আসবেন, বছরে এই দুটি দিনের জন্য আমাদের সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করেন।" উই এর ডিরেক্টর ইমানা জ্যতি বলেন, আমাদের এবারের থিম সাজানো হয়েছে মুক্তিযুদ্ধের সময়কালের নারীর অবদান, স্বাধীনতার বিষয়ের সাথে বর্তমানকে যোগসূত্র দিয়ে।’

উই এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করবো এবারের উই সামিটের কথা বেশী করে ছড়িয়ে দিতে যাতে বগুড়ার উদ্যোক্তা বোনটার সাথে কাপ্তাই এর বোনটার পরিচিতি হয়, যাতে বাইরের দেশের বায়ারেরা আমাদের আয়োজনে এসে আমাদের পণ্য রপ্তানীতে সহযোগীতা করে, যাতে আমরা বলতে পারি আমরা নারী, আমরা পারি।’

উই সামিটের নিবন্ধন লিংক:

https://wesummitbd.com/?fbclid=IwAR17uJ4dmm9PdWrcj_aXmPG2xnwRNFq4oSb47sycwqvo1dpI0ExXdKGgr98