প্রচ্ছদ ›› জাতীয়

উত্তরা ফাইন্যান্সের সাবেক এমডিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৩ ২১:২৭:১১ | আপডেট: ২ years আগে
উত্তরা ফাইন্যান্সের সাবেক এমডিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে দুদক

প্রায় সাড়ে ৪১ কোটি টাকা আত্মসাতের মামলায় উত্তরা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম শামসুল আরেফীনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যজন হলেন নবগঙ্গা ট্রেডিং এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক শংকর কুমার সাহা।

দুদকের এক কর্মকর্তা আমাদের সময়কে বলেন, গ্রেপ্তার আসামিদের দুদক প্রধান কার্যালয়ে রাখা হয়েছে। তাদেরকে যথা সময়ের মধ্যে আদালতের সোপর্দ করা হবে।

দুদক থেকে জানা যায়, গত ১৬ এপ্রিল সংস্থাটির ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে দায়ের করা ৪১ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে শামসুল আরেফীন ও শংকর কুমার সাহাসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদক কর্মকর্তা আহসানুল কবীর পলাশ। তাকেই এ মামলার তদন্তের দায়িত্ব দেয় দুদক।

মামলার এজাহার বলা হয়, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন কোম্পানির বোর্ডের অনুমোদন ছাড়াই নবগঙ্গা ট্রেডিংয়ের নামে ঋণ দেখিয়ে ৪১ কোটি ৪৭লাখ ৪৮ হাজার টাকা উত্তোলন করে তা আসামিরা একে অপরের সহযোগীতায় আত্মসাৎ করেন। পরে ওই টাকা হস্তান্তর রূপান্তরের মাধ্যমে পাচার করেছেন তারা। ওই মামলায় গ্রেপ্তার ওই দুইজন ছাড়া নবগঙ্গা ট্রেডিং লিমিটেডের পরিচালক শম্পা রানী সাহাকে আসামি করা হয়।

২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত অর্থ আত্মসাৎ ও পাচারের ঘটনা ঘটে উল্লেখ করে মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০১২ সালের ৪(২) ধারায় অভিযোগ আনা হয়।