প্রচ্ছদ ›› জাতীয়

‘উন্নয়ন সহযোগীদের কাছে স্বল্পোন্নত দেশগুলোর ৫টি মূল সহায়তা প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক
০৬ মার্চ ২০২৩ ১৮:৫৭:৩৫ | আপডেট: ২ years আগে
‘উন্নয়ন সহযোগীদের কাছে স্বল্পোন্নত দেশগুলোর ৫টি মূল সহায়তা প্রয়োজন’
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট, উদ্ভাবনী এবং জ্ঞানভিত্তিক সমাজ নিশ্চিত করতে উন্নয়ন সহযোগীদের কাছে পাঁচটি মূল সহায়তা চেয়েছেন; যা শান্তি ও অন্তর্ভুক্তিকরণে সহায়তা করবে।

সোমবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জাতিসংঘের ৫ম এলডিসি সম্মেলনে ‘ইনভেস্টমেন্ট ইন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইন এলডিসিস ফর স্মার্ট এন্ড ইনোভেটিভ সোসাইটিস’- শীর্ষক এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

মূল সহায়তাগুলো হলো:

১.জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় পদক্ষেপসহ স্বল্পোন্নত দেশগুলোতে কার্যকরী প্রযুক্তি স্থানান্তরের জন্য আন্তর্জাতিক বেসরকারি খাতকে উপযুক্ত প্রণোদনা দেয়া।

২. এলডিসিগুলোতে ব্রডব্যান্ড বিভাজন এবং প্রযুক্তিগত বৈষম্য কমাতে ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগ।

৩. এলডিসিগুলো যেসব সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তা মোকাবিলা করার জন্য পেশাদার গবেষক এবং প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি।

৪. উত্তরণের পরেও বিশেষ করে ফার্মাসিউটিক্যালস এবং কৃষি-রাসায়নিকের জন্য ট্রিপস চুক্তির অধীনে এলডিসি মওকুফের ধারাবাহিকতা অব্যাহত রাখা।

৫. স্বল্পোন্নত দেশগুলোতে উদ্ভাবন এবং উন্নয়ন উভয়ের জন্য উপযোগী একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবস্থার বিকাশে সহায়তা।

এছাড়াও তিনি অংশগ্রহণকারীদেরকে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার পরবর্তী রূপকল্পে আরও অনেক এগিয়ে যাওয়ার লক্ষ্য সম্পর্কে তিনি অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটি চারটি মূল উপাদানের ওপর ভিত্তি করে তৈরি হবে- স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট সোসাইটি ও স্মার্ট ইকোনমি।’