সহকারী পরিচালক থেকে পদোন্নতি পেয়ে উপ-পরিচালক হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আট কর্মকর্তা।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-মো. জাভেদ হাবীব, মো. ইসমাইল হোসেন, তাহাসিন মুনাবীল হক, জেসমিন আক্তার, সুবেল আহমেদ, মো. তানজির হাসিব সরকার, বায়েজিদুর রহমান খান এবং শারিকা ইসলাম।
মঙ্গলবার দুদক পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
অর্গানোগ্রামে দুদকের মোট ২ হাজার ১৪৬টি কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে। বর্তমানে যার মধ্যে ১ হাজার ১৭৪ জন কর্মরত রয়েছেন বলে জানা গেছে।