প্রচ্ছদ ›› জাতীয়

উৎপাদনের পাশাপাশি গুণগত মানও বাড়াতে হবে: শিল্প প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৭:২৫ | আপডেট: ২ years আগে
উৎপাদনের পাশাপাশি গুণগত মানও বাড়াতে হবে: শিল্প প্রতিমন্ত্রী
সংগৃহীত

কারখানার উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুণগত মান আরো বাড়ানোর আহবান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

বৃহস্পতিবার বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)'র চট্রগ্রামে অবস্থিত কারখানাগুলো পরিদর্শন শেষে এ আহবান করেন তিনি।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, কারখানাগুলোকে লাভজনক অবস্থায় টিকিয়ে রাখতে হলে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

বর্তমান সরকার শিল্প প্রতিষ্ঠানকে শক্তিশালী ও প্রসার করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের শিল্প খাতকে শক্তিশালী করার লক্ষে ১৯৭২ সাথে ৬২ শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয়করণ করে বিএসইসির নিকট ন্যস্ত করেন। সরকারের পট পরির্তনে অনেক শিল্প প্রতিষ্ঠান নামমাত্র মূল্যে বেসরকারিকরণ করা হয়।

এদিন বিএসইসির আওতাধীন জেনারেল ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি. (জিইএমকো), ইস্টার্ন কেবলস্ লি. (ইসিএল) এবং গাজী ওয়্যারস্ লি. এর কারখানার উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন শিল্প প্রতিমন্ত্রী।