প্রচ্ছদ ›› জাতীয়

ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে আইএমএফ

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২২ ১৬:২২:১১ | আপডেট: ২ years আগে
ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)

বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আলোচক দল।

সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ভবনে বৈঠকে বসেন তারা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এ আলোচনার উদ্বোধন করেন।

উদ্বোধনী অধিবেশনে ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমান ও আহমেদ জামালও বক্তব্য রাখেন।

এসময় ব্যাংকের গভর্নর তালুকদার ব্যাংকিং খাতের সুরক্ষা মূল্যায়ন সহ দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটি উপস্থাপনা দেন।

ডেপুটি গভর্নররা অর্থপ্রদানের ভারসাম্য, বিনিময় হার উন্নয়ন, বাণিজ্য ঋণ, ক্রস বর্ডার আন্তঃব্যাংক ঋণ, রিজার্ভ ডেভেলপমেন্ট, এফডিআই প্রজেকশন এবং ২৩ অর্থবছর থেকে ২৫ অর্থবছর এর বাজেট সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন।