প্রচ্ছদ ›› জাতীয়

এ বছর ডেঙ্গুতে ১৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৪ আগস্ট ২০২২ ২০:২৪:৫৫ | আপডেট: ৩ years আগে
এ বছর ডেঙ্গুতে ১৩ মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৯১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৪।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৪৮ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২৬৩ জন ঢাকার মধ্যে এবং ৮৫ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট দুই হাজার ৯৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, চিকিৎসা শেষে দুই হাজার ৬১৯ জন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।