প্রচ্ছদ ›› জাতীয়

এক ধাক্কায় টিসিবিও চিনির দাম কেজিতে ১০ টাকা বাড়ালো

নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৩ ১৮:৩৬:০৯ | আপডেট: ২ years আগে
এক ধাক্কায় টিসিবিও চিনির দাম কেজিতে ১০ টাকা বাড়ালো

এক ধাক্কায় ১০ টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনি ৭০ টাকায় বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সাধারণ ভোক্তাদের জন্য চিনির নির্ধারিত খুচরা মূল্য ১৬ টাকা বাড়ানোর পর নতুন এ দাম নির্ধারণ করে সংস্থাটি।

রোববার থেকে মাসজুড়ে দেশব্যাপী ১ কোটি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের কা‌ছে ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রি করবে টিসিবি। তবে ভোজ্য তেল ও মসুর ডালের মূল্য অপরিবর্তিত রয়েছে। শ‌নিবার এ তথ্য জানিয়েছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।

দেশে মোট এক কোটি কার্ডধারী পরিবার জনপ্রতি ১১০ টাকা লিটার মূল্যে ২ লিটার তেল, ৭০ টাকা কেজি মূল্যে ২ কেজি মশুর ডাল ও ৭০ টাকা কেজি মূল্যে এক কেজি চিনিসহ মোট ৪৩০ টাকার পণ্য কিনতে পারবেন।

১৪ ডিসেম্বর ডাল ও চিনির দাম কেজি প্রতি ৫ টাকা বাড়িয়ে প্রতি কেজি ডালের ভোক্তামূল্য ৭০ টাকা ও চিনির ভোক্তা মূল্য ৬০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে হিসেবে সরকারের ভর্তুকি মূল্যের এসব পণ্য ৪২০ টাকা প্যাকেজে নিতে পারতেন কার্ডধারীরা। ওই সময় দাম বৃদ্ধির আগে প্রতি কেজি ডালের দাম ছিল ৬৫ ও চিনির দাম ছিল ৫৫ টাকা।

জানতে চাইলে টিসিবির মূখপাত্র ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের প্রধান হুমায়ন কবির দ্য বিজনেস পোস্টকে বলেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বাজার বিবেচনায় নিয়ে আমরা খোলা বাজারের সঙ্গে টিসিবির ভোক্তামূল্যের একটা নির্দিষ্ট পরিমাণ ব্যবধা্ন রাখি। বাজারে যেহেতু চিনির দাম অনেক বেড়েছে তাই টিসিবির চিনির দামও বাড়ানো হয়েছে।

এছাড়া সরকারের ভর্তুকির বিষয়টিও রয়েছে। বর্তমানে স্থানীয় বাজার থেকে যে মূল্যে চিনি কিনছে টিসিবি তাতে ভর্তুকির পরিমাণ অনেক বেড়েছে। তাই টিসিবির ভর্তুকি কমানো ও চিনির দাম বাড়ানোর অন্যতম কারণ।

বর্তমানে খোলা বাজারে প্রতি কেজি চিনির দাম ১৪০টাকা। যা গত এপ্রিল মাসের শেষ সপ্তাহ পর্যন্ত খোলা চিনির দাম ছিল ১১৫-১২০ টাকা কেজি। মে মাসের শুরু থেকেই দাম লাফিয়ে বাড়তে থাকে। এমনকি বাজারে চিনির সংকটও দেখা দেয়। তখন খুচরা ক্রেতাদের জন্য খোলা চিনির নির্ধারিত দাম ছিল প্রতি কেজি ১০৪ টাকা। কিন্তু এই দাম কোন ব্যবসায়ীই মানেনি।

পরে গত সপ্তাহে মিলমালিকরা চিনির দাম বাড়ানোর প্রস্তাব দিলে সরকার প্রতি কেজিতে ১৬ টাকা বাড়িয়ে খোলা চিনি খুচরায় ১২০ টাকা বিক্রির জন্য মিলমালিকদের চিঠি দেয়। কিন্তু সেই দরও ব্যবসায়ীরা মানেনি। পাইকারি বাজারেই খোলা চিনি বিক্রি হচ্ছে ১২৮-১৩০ টাকা কেজি দরে। খুচরা বাজারে তা প্রতি কেজি ১৪০ টাকার উপরে বিক্রি হচ্ছে।

চিনির বাজারের এমন পরিস্থিতিতে খাদ্য প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সাধারণ ক্রেতারাও বিপাকে রয়েছেন। বাসা বাড়িতে প্রতিদিন নানা খাবার ও শরবতে চিনি ব্যবহার হচ্ছে।

অন্যান্য দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সঙ্গে জরুরি এই নিত্যপণ্যের দাম হঠাৎ বৃদ্ধিতে জীবনযাত্রায় আরও চাপ বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। খোদ সরকারের মধ্য থেকে অনেকে দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী করেছেন।