প্রচ্ছদ ›› জাতীয়

একই পরিবারের ৫ যুক্তরাজ্য প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২২ ১৬:১০:৫৬ | আপডেট: ৩ years আগে
একই পরিবারের ৫ যুক্তরাজ্য প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার, নিহত ২

সিলেটের ওসমানীনগর উপজেলা থেকে একই পরিবারের পাঁচ যুক্তরাজ্য প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে দু’জনের মৃত্যু হয়। বাকি ৩ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তাদের অবস্থা আশঙ্কাজনক। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন; খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।