প্রচ্ছদ ›› জাতীয়

ভয়াবহ ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায়

একজনকে জীবিত ও ৩ মরদেহ উদ্ধার করলো বাংলাদেশি দল

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫১:৩৭ | আপডেট: ২ years আগে
একজনকে জীবিত ও ৩ মরদেহ উদ্ধার করলো বাংলাদেশি দল
সংগৃহীত ছবি

তুরস্কে উদ্ধারকাজে গিয়ে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল এরইমধ্যে ১৭ বছরের এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে। এছাড়াও তিন জনের মরদেহ উদ্ধার করেছে তারা।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দলের নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। এরইমধ্যে উদ্ধারকারী দল ১৭ বছর বয়সী এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে। এছাড়াও তিনজনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশি উদ্ধারকারী দল।’

তুরস্কে উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের অংশ নিয়েছে। তারা ২৪ ঘণ্টার ফ্লাইট শেষে আদানা বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তারা বাসে করে ৩৫০ কিলোমিটার দূরে আদিয়ামানে যায়। আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেছে।

আরও পড়ুন-  পাঁচদিন পরও মিলছে জীবিত মানুষ, মৃত্যু ২৪ হাজার ছুঁইছুঁই

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৩ হাজার ৮৭১ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ২০ হাজার ৩১৮ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৫৫৩ জন।

উভয় দেশের কর্মকর্তাদের বরাতে দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সকল প্রতিকূলতার মধ্যেও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।