প্রচ্ছদ ›› জাতীয়

একাধিক গাড়ির মালিককে দিতে হবে কার্বন ট্যাক্স

হামিমুর রহমান ওয়ালিউল্লাহ
১২ মে ২০২৩ ১৫:৫০:৫৪ | আপডেট: ২ years আগে
একাধিক গাড়ির মালিককে দিতে হবে কার্বন ট্যাক্স
প্রতীকী ছবি

আগামী অর্থবছরে এক ব্যক্তির মালিকানায় একাধিক গাড়ি থাকলে তাদের উৎসে করের পাশাপাশি কার্বন ট্যাক্সও দিতে হবে। এক্ষেত্রে তাদের অতিরিক্ত ২৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রের মতে, সরকার গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে আসন্ন বাজেটে প্রথমবারের মতো এই কর আরোপ করতে পারে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো হ্রাস করবে বলে মনে করা হচ্ছে। একই সাথে ট্যাক্সটি একাধিক মোটর গাড়ির ব্যক্তিগত ব্যবহারকে নিরুৎসাহিত করবে, সরকারের রাজস্ব বৃদ্ধি করবে এবং নাগরিকদের মধ্যে বৈষম্য রোধ করবে।

এছাড়াও, এই পদক্ষেপটি দেশে বৈদ্যুতিক গতিশীলতাকে বাড়িয়ে তুলবে এবং এমন জ্বালানী ব্যবহার করতে উৎসাহিত করবে যা দূষণ কমায় এবং সেইসাথে পরিবহন খরচও কমাতে সাহায্য করে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলেছেন, সরকারকে পরিবেশ-বান্ধব গাড়ির জন্য নীতি সহায়তা বাড়ানো উচিত। কারণ গাড়ির অধিক ব্যবহার ট্রাফিক জ্যাম সৃষ্টি করছে, ফলে সকলকেই ভোগান্তিতে পড়তে হয়।

এদিকে চলতি বাজেটে মোটর গাড়ির সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। ২ হাজার সিসি থেকে ৩ হাজার সিসি গাড়ি আমদানিতে শুল্ক ২০০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫০ শতাংশ এবং ৩ হাজার সিসি থেকে ৪ হাজার সিসি গাড়ির শুল্ক ৩৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০০ শতাংশ করা হয়েছে। এছাড়াও হাইব্রিড গাড়ির সম্পূরক শুল্কও বাড়ানো হয়েছে বাজেটে।

উল্লেখ্য, অনেক দেশে কার্বন ডাই অক্সাইড-সম্পর্কিত বিভিন্ন হারে ট্যাক্স আরোপ করা হয়েছে এবং এই হার মোটর গাড়ির ক্রয় বা ব্যবহারের উপর নির্ভর করে। এছাড়াও বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে কার্বন ট্যাক্সের হার যানবাহনের জ্বালানীর উপর নির্ভর করে, যা সৃষ্ট কার্বন ডাই অক্সাইড নির্গমনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত।

লন্ডন স্কুল অফ ইকোনমিক্স গবেষকদের ২০১৭ সালের একটি গবেষণায় বলা হয়েছে, ১৯৯০ এর দশকের গোড়ার দিকে সুইডেনে পরিবহন জ্বালানির উপর কার্বন ট্যাক্স এবং একটি মূল্য সংযোজন কর প্রবর্তনের পর, সুইডিশ পরিবহন খাত থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমন বছরে প্রায় ১১ শতাংশ কমেছে।