প্রচ্ছদ ›› জাতীয়

একুশে পদক প্রাপ্ত খালেদা মনযূর-এ-খুদা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৩ ২১:২৭:০৯ | আপডেট: ২ years আগে
একুশে পদক প্রাপ্ত খালেদা মনযূর-এ-খুদা মারা গেছেন
সংগৃহীত ছবি

একুশে পদকপ্রাপ্ত খালেদা মনযূর-ই-খোদা মারা গেছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০২৩ সালে বাংলাদেশ সরকার তাকে ‘ভাষা আন্দোলনে’ অবদানের জন্য একুশে পদকে ভূষিত করেন।

মনযূর-ই-খোদার আদিনিবাস পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার কাজী পাড়া গ্রামে। তার বাবার নাম মৌলভী কাজি গোলাম।

তিনি ঢাকায় দর্শনশাস্ত্রে লেখাপড়া শেষ করে লন্ডনে মনোবিজ্ঞান নিয়ে পড়াশুনা করেন। পরবর্তীতে কানাডার মন্ট্রিলে ‘ধর্মের ইতিহাস ও দর্শন’ বিষয়ে উচ্চশিক্ষা লাভ এবং ‘বাংলাদেশ সৃষ্টির পটভূমি হিসাবে ইসলাম’ নিয়ে গবেষণা সম্পন্ন করেন।

তিনি সূর্যোদয় শিশুকানন ও গৃহিণী শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। খালেদা মনযূর-এ-খুদা চীনকে চিনে এলাম, সভ্য দেশের বুনো কাহিনি আমেরিকার কাল্ট, আপন ভুবনেসহ বিভিন্ন বই ও প্রবন্ধ রচনা করেন।