স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার টানা চতুর্থবার ক্ষমতায় আছে। ফলে দেশে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হয়েছে। এর মধ্যে অর্থনৈতিক উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে। ফলে আগে যে মানুষের কাছে টাকা কম ছিল, তখন তারা হেঁটে যেত। এখন মানুষের কাছে টাকা হয়েছে। তারা গণপরিবহনে যাতায়াত করেন। অনেকে ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করেন।’
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ঢাকার যানজট: মেট্রোরেল, এক্সপ্রেসওয়ের প্রভাব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।
ঢাকা শহরের সমস্যা কাটাতে নানা প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে অনেক সমস্যা ছিল। আমরা সেসব সমস্যা কাটিয়ে উঠতে নানান প্রকল্প নিচ্ছি। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গঠনে কাজ করছেন। আমাদের যোগাযোগ ব্যবস্থার সব দিকে সমানতালে কাজ চলছে।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘নগরের ফুটপাতে যত্রতত্র হকার বসে। অনেকে রাস্তার পাশে ভ্যান গাড়ি রেখে দেয়। ফুচকার দোকান বসায়। এতে করে যানজট সৃষ্টি হয়। এগুলো নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে। ড্যাপ অনুযায়ী ধাপে ধাপে সব কাজ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সভাপতি ওবায়দুল মাসুম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা।