অর্থনৈতিক পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং-এর সঙ্গে বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানান।
এডিবি গত দুই অর্থবছরে বাংলাদেশকে একই পরিমাণ বাজেট সহায়তা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, চলতি অর্থবছরেও বাংলাদেশকে ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা দেবে এডিবি। এই ঋণ বন্যা কবলিত মানুষদের পুনর্বাসনে সহায়তা করবে।