প্রচ্ছদ ›› জাতীয়

এবার রাজশাহীতে পরিবহন ধর্মঘটের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২২ ১৪:২৩:২১ | আপডেট: ২ years আগে
এবার রাজশাহীতে পরিবহন ধর্মঘটের ইঙ্গিত
সংগৃহীত

রাজশাহী বিভাগের আট জেলায় ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ইঙ্গিত দিয়েছেন পরিবহন মালিকরা।

শনিবার নাটোরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি।

বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব।

তিনি বলেন, ১১ দফা দাবিতে তাদের এই ধর্মঘট। যার মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮ বাতিল ও ৩০ নভেম্বরের মধ্যে মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা।